বৈশিষ্ট্য
ই-শিক্ষা মোবাইল অ্যাপ
ছাত্র-ছাত্রী ও শিক্ষকগণ মোবাইল অ্যাপের মাধ্যমে ছাত্র-ছাত্রী নিবন্ধন,হোম ওয়ার্ক প্রদান ও দেখা, এটেনডেন্স গ্রহণ ও দেখা, এসএমএস প্রেরন, ডিজিটাল ফী সংগ্রহ, ক্লাস রুটিন, মার্ক এন্ট্রি করা, পরীক্ষার ফলাফল দেখা ইত্যাদি কাজগুলো করা যায়। আমাদের ই-শিক্ষা মোবাইল অ্যাপ টি ডাউনলোড করুন গুগল প্লেস্টোর থেকে।
ডিজিটাল এটেনডেন্স
আর নয় ম্যানুয়াল পদ্ধতিতে হাজিরা গ্রহণ, এখন থেকে ফিঙ্গারপ্রিন্ট অথবা ডিজিটাল আইডি কার্ড পাঞ্চ এর মাধ্যমে দ্রুততার সাথে শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের হাজিরা গ্রহণ করুন। এটেনডেন্স ডিভাইসটি আমাদের সার্ভার এর সাথে সরাসরি সংযুক্ত থাকায়, আপনি পাচ্ছেন জামেলামুক্ত তাৎক্ষনিক হাজিরা আপডটে। ডিজিটাল এটেনডেন্স ডিভাইসের জন্য আমরা আমাদের শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে সাশ্রয়ী মূল্যে ডিজিটাল আইডি কার্ড সরবরাহ করে থাকি।
অটো এস. এম. এস. সিস্টেম
ই-শিক্ষা সফ্টওয়্যারের একটি ব্যতিক্রমী বৈশিষ্ট্য হচ্ছে অটো এসএমএস সিস্টেম, ছাত্র-ছাত্রীরা ডিজিটাল আইডি কার্ড এটেনডেন্স ডিভাইসে পাঞ্চ করার সাথে সাথে এস.এম.এস চলে যাবে অবিভাবকের মোবাইলে। আপনি চাইলে এসএমএস -এর মাধ্যমে বিভিন্ন ধরনের নোটিশ যেমন পরীক্ষা, ক্লাস টেস্ট, বকেয়া ফি, উপস্থিতি, স্কুল বন্ধের নোটিশ ইত্যাদি সংক্রান্ত মেসেজ পাঠাতে পারেন। এখানে পুরো প্রতিষ্ঠানকে একসাথে কিনবা নির্দিষ্ট ক্লাস, সেকশন ও অভিভাবকদের আলাদাভাবেও এসএমএস পাঠানো যায়। আমরা সাশ্রয়ী মূল্যে এসএমএস সরবরাহ করে থাকি, প্রতিটি এসএমএস এর দাম মাত্র ৩০ পয়সা।
অন-লাইনে ফী সংগ্রহ
অভিভাবকগণ ঘরে বসেই আমাদের মোবাইল অ্যাপ ব্যবহার করে বিকাশের মাধ্যমে স্কুলের বেতন ফি পরিশোধ করতে পারবেন। শিক্ষা প্রতিষ্ঠান অনলাইন এবং ক্যাশ দুই ভাবেই বেতন ফী সংগ্রহ করতে পারবেন। ফী সংগ্রহের সময় কত টাকা সংগৃহীত হচ্ছে তা সাথে সাথে বিস্তারিত রিপোর্ট সহ সফটওয়্যারটিতে দেখা যাবে।
পরীক্ষার ফলাফল তৈরী ও প্রকাশ
ই-শিক্ষা সফ্টওয়্যার এর মাধ্যমে খুব সহজেই পরীক্ষার ফলাফল তৈরী ও প্রকাশ করতে পারবেন। শিক্ষকগন মোবাইল অ্যাপের মাধ্যমে সফ্টওয়্যারে নাম্বার যুক্ত করবেন, সকল শিক্ষকদের নম্বর যুক্ত করা শেষ হলে, এডমিন এক ক্লিকেই পরীক্ষার ফলাফল, ট্যাবুলেশন সিট, মার্কশিট ও বিস্তারিত রিপোর্ট স্বয়ংক্রিয়ভাবে তৈরি হয়ে যাবে ক্লাস, সেকশন ও সিফট অনুযায়ী। পরীক্ষার ফলাফল এসএমএস এর মাধ্যমে অবিভাবকের কাছে পাঠিয়ে দিতে পারবেন।
এডমিশন ফর্ম, এডমিট কার্ড, টি সি, প্রশংসাপত্র তৈরি
ছবিসহ ছাত্র-ছাত্রীদের এডমিশন ফর্ম, এডমিট কার্ড, সিট প্লান, টিসি ও প্রশংসাপত্র এক নিমিষে তৈরি ও প্রিন্ট করুন। সফটওয়্যারে যুক্ত থাকা ছাত্র-ছাত্রীদের তথ্য দিয়েই এগুলো তৈরীর করতে পারবেন।
আয়-ব্যয়ের হিসাবরক্ষণ
ই-শিক্ষা সফ্টওয়্যার এর মাধ্যমে নির্ভুলভাবে আয়-ব্যয়ের সঠিক হিসাব রাখতে পারবেন। রিসিপ্ট, পেমেন্ট, কন্ট্রা, জার্নাল, ব্যালেন্স শীট, ইনকাম স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, ক্যাশবুক, লেনদেনের সংক্ষিপ্ত ও বিস্তারিত রিপোর্ট তৈরি ও প্রিন্ট করতে পারবেন।
বেতন ব্যবস্থাপনা
ই-শিক্ষা সফ্টওয়্যার এর মাধ্যমে শিক্ষকদের বেতনের তথ্য সংরক্ষণ এবং স্বয়ংক্রিয়ভাবে রিপোর্ট তৈরি করুন।